Logo

রাজনীতি

জঙ্গিভূত নির্বাচনে বিশ্বাস করে না, তারা রগ কাটায় বিশ্বাসী : হাবিব উন নবী

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

জঙ্গিভূত নির্বাচনে বিশ্বাস করে না, তারা রগ কাটায় বিশ্বাসী : হাবিব উন নবী

জঙ্গিভূত নির্বাচনে বিশ্বাস করে না, তারা রগ কাটায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, ‘যদি জঙ্গিভূতের খপ্পরে পড়ে কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, বিএনপি আবারও আন্দোলনে নামবে।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন, তাদেরকে আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়? এ ছাড়াও মাঝেমধ্যে আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের মধ্যে জঙ্গিভূত ভর করেছে। জঙ্গিভূত কিন্তু নির্বাচনে বিশ্বাস করে না, তারা রগ কাটায় বিশ্বাস করে।’

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত বলে জানান হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, ‘ইউনুস সাহেব একজন ভালো লোক। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দেবেন। কেউ যদি জাতীয় নির্বাচন বানচাল করতে চায়, তাহলে বিএনপি আবারও ভোটের অধিকারের আন্দোলনে মাঠে নামবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির শত শত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানাভাবে হয়রানি হয়েছে। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তা বুঝিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে।’

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

  • সোহেল কান্তি নাথ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর