Logo

রাজনীতি

দেশ বাঁচাতে ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠনের আহ্বান গণঅধিকার সম্পাদকের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪

দেশ বাঁচাতে ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠনের আহ্বান গণঅধিকার সম্পাদকের

দেশ বাঁচাতে ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

রাশেদ খান বলেন, ‘দেশ বাঁচাতে ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠন করুন। ‘জাতীয় ঐক্যমত কমিশন’-এর প্রধান দায়িত্ব ছিল রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা। যেখানে সকল দল MoU-তে সাক্ষর করবে যে, ফ্যাসিবাদবিরোধী শক্তির একে-অপরের প্রতি কেমন আচরণ হবে, রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে, কী করা যাবে, কী করা যাবে না ইত্যাদি। কিন্তু সরকার সেই দিকে দৃষ্টি দিচ্ছে না।’ 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অভিভাবক অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অভিভাবকের দায়িত্ব যথাযথ পালন না করতে পারলে এই দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবের পরে শান্তি ফেরা তো দূরে থাক বাংলাদেশ একটি অশান্তির রাজ্য হিসেবে পরিগণিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্য চাইলে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করবে। আর যদি না করে, তাহলে মনে করবে, ‘জাতীয় ঐক্যমত কমিশন’-এর মূল কাজই অনৈক্য জিইয়ে রেখে জাতিতে অন্ধকারে নিমজ্জিত করা।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর