Logo

রাজনীতি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচি স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচি স্থগিত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন বলেও জানানো হয়েছে। 

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর