Logo

রাজনীতি

খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা, সম্পাদক তুহিন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, খুলনা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৪

খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা, সম্পাদক তুহিন

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতি ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে মহানগর বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করে নেতা নির্বাচন করেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি পদে প্রার্থী হয়েছিলেন ১২ জন। মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু প্রার্থী ছিলেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

জিসান কবিরাজ/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর