Logo

রাজনীতি

বিএনপি নেতা নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

বিএনপি নেতা নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নিহত আব্দুলল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চ্যানেল আইয়ের শাইখ সিরাজসহ বিএনপিও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, মরহুমের দ্বিতীয় জানাজা বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে আগামী শুক্রবার বাদ জুমা জানাজা শেষে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার সকালে ধানমণ্ডি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর