শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ
৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের প্রথম স্বপ্ন পূরণ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৩:২১
অবশেষে পূরণ হলো মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া ছোট্ট হাবিবের দু’টি স্বপ্নের প্রথমটি। বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তার প্রথম স্বপ্নটি পূরণ হয়।
শনিবার ক্ষুদে হাফেজ হাবিব শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। এর আগে শায়খ আহমাদুল্লাহ হাবিবুর রহমান, তার পরিবার ও শিক্ষককে নিজ অফিসে আমন্ত্রণ জানান।
এ প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো। দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।
হাফেজ হাবিবুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরেরগো পোলে অবস্থিত বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ মাসের শুরুতে মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে। বিষটিকে বিশেষ মুজিযা আখ্যায়িত করেছেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি লিখেছেন, কোরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কোরআনের একটি মুজিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। মহান আল্লাহ হাবিবকে কোরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন।
হাবিবুর রহমান হাফেজ হওয়ার পর তার দু’টি স্বপ্নের কথা উল্লেখ করেছিল। তার একটি তো পূরণ হলো, তবে এখনও বড় স্বপ্নটি পূরণ হওয়া বাকি। সেটি হলো- শায়খ আহমাদুল্লাহর মতো বড় আলেম হওয়া। সে যেন এমনই হতে পারে- এজন্য দেশবাসীর কাছে হাফেজ হাবিবের শিক্ষক হাফেজ নুরুল আলম বিশেষ দোয়া চেয়েছেন।
বিএইচ/এনআর/