Logo
Logo

ধর্ম

সাইফুল ইসলামকে ‘শহীদ’ আখ্যা দিয়ে আজহারীর আবেগঘন বার্তা

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:১২


ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ‘শহীদ’ আখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি মনে করেন, শহীদ আলিফের পবিত্র রক্তে মুসলিম উম্মাহ উজ্জীবিত হবে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সাইফুল ইসলাম আলিফের জানাজার একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে তিনি এসব কথা লেখেন। 

তাতে মিজানুর রহমান আজহারী আরও লেখেন, লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহিদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ।

তিনি লেখন, উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।

এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজহারী বলেছিলেন, দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উস্কানিতে পা দেয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। জানাজার সময় লাখো মানুষ উপস্থিত থেকে এই তরুণ আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানান। জানাজায় অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বিএইচ/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর