গ্রাফিক্স : বাংলাদেশের খবর
নোয়াখালীর প্রসিদ্ধ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ২০০ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান উপলক্ষে আন্তর্জাতিক কেরাত কনফারেন্স সোমবার অনুষ্ঠিত হবে।
এদিন জোহরের নামাজের পর থেকে জেলার বেগমগঞ্জের চৌমুহনি হাইস্কুল মাঠে কেরাত কনফারেন্সের মূল পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া কথা রয়েছে।
কেরাত কনফারেন্সের প্রধান আকর্ষণ বিখ্যাত কারী শায়খ ঈদী শাবান। একই সঙ্গে আরও উপস্থিত থাকবেন শায়খ ড. কারী সালাহ মোহাম্মদ সোলায়মান, শায়খ কারী মোহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, শায়খ কারী আহমেদ হিজা ও শায়খ কারী আব্বাস উদ্দীন।
কনফারেন্সে ইসলামি নাশিদ পরিবেশন করবেন প্রসিদ্ধ ইসলামি সংগীতশিল্পী আহমদ আব্দুল্লাহ, আবু রায়হান ও শেখ এনাম।
চৌমুহনি কাছাড়িবাড়ি জামে মসজিদের খতিব আব্দুল কবিরের সভাপতিত্বে কনফারেন্সে আরও উপস্থিত থাকবেন শায়খ কারী আব্দুল হক, শায়খ কারী নাজমুল হাসান, মাওলানা নিজাম উদ্দীন ও মুফতি ফয়জুল্লাহ কাসেমী এবং ছাত্রদের পাগড়ি প্রদান করবেন জামেয়া রশীদিয়া ফেনীর মুহতামিম মাওলানা মুফতি শহীদুল্লাহ।
মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমী ও হাফেজ কারী মাঈনুদ্দীন সকলকে কনফারেন্সে উপস্থিত হওয়ার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।
বিএইচ/