কোরআন পড়ে শহীদদের স্মরণ করেছে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা । ছবি : সংগৃহীত
পবিত্র কোরআন পড়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করল জামিয়া আরাবিয়া নুরুল ইসলামের (মাদ্রাসা ও এতিমাখানায়) কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এ সময় ছাত্র-শিক্ষকরা জাতীয় পতাকা বুকে জড়িয়ে ৭১-এর মহান শহীদদের মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে শিক্ষার্থীদের সম্মিলিত একটি বিজয় র্যালি মাদ্রাসা থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ মাদ্রাসাপড়ুয়াদের এ র্যালিটি স্থানীয় মানুষের মাঝে বেশ চমক সৃষ্টি করেছে।
দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিকেলে মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বিজয় সন্ধ্যা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দেশর শীর্ষ আলেম ও ইসলামিক স্কলারদের অংশগ্রহণের কথা রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতির স্মরণে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম (মাদ্রাসা ও এতিমাখানায়) প্রতিষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া শিশু ও এতিমদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গত বছর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এ কমপ্লেক্সে মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা রয়েছে। একসঙ্গে ৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে থাকা-খাওয়াসহ ইসলামিক ও আধুনিক শিক্ষার সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সারাদেশের ইসলাম প্রিয় ও দেশপ্রেমিক মানুষের কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
বিএইচ/