ওমরায় গিয়ে স্বজনদের হারিয়ে ফেলেছেন যশোরের এই নারী
মক্কা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
মক্কা প্রতিনিধির পাঠানো ছবি
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে স্বজন ও সফরসঙ্গীদের হারিয়ে ফেলেছেন ছবির এই নারী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মক্কার মসজিদুল হারামের চত্বরে তার সঙ্গে দেখা হয় বাংলাদেশের খবরের মক্কা প্রতিনিধি ইয়াহইয়া আল মাহবুবের। পরে তিনি তাকে মসজিদের ১নং টয়লেটের পাশে নসুক অফিসে রেখে এসেছেন।
ওই নারীর নাম আশুরা। বাড়ি যশোর সদরের সজলপুর গ্রামে। তিনি গত দুই দিন আগে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং একাকী মসজিদ চত্বরে অসহায়ের মতো দিনযাপন করছেন।
প্রথমে ইয়াহইয়া আল মাহবুবের অফিসিয়াল কাজ থাকায় এবং হজ ও ওমরাহ যাত্রীদের সেবাদানকারী কেন্দ্র মক্কার নসুক অফিস বন্ধ থাকায় তিনি ওই নারীকে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সাহায্য করতে পারেননি। পরে অফিস খুললে তাদের বিষয়টি জানান এবং তারাও ওই নারীকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন।
ইয়াহইয়া আল মাহবুব বিশেষত যশোর এলাকার মানুষদের নিউজটি বেশি বেশি শেয়ারের অনুরোধ জানিয়েছেন। যাতে ওই নারী সহজে স্বজনদের কাছে পৌঁছতে পারেন। আর স্বজন ও সফরসঙ্গীরা যদি নিউজটি দেখেন, তাহলে তারা যেন নসুক অফিস থেকে তাকে নিয়ে যান এ অনুরোধও করেন তিনি।
কাবায় কর্মরত বাংলাদেশি তরুণ ইয়াহইয়া আল মাহবুব এর আগেও হারিয়ে যাওয়া একাধিক হজ ও ওমরাহযাত্রীকে স্বজনদের কাছে পৌঁছে দিয়ে সুনাম কুড়িয়েছেন। এজন্য তাকে নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে।
আরও পড়ুন- ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া সেই নারীকে স্বজনদের কাছে হস্তান্তর
ইয়াহইয়া আল মাহবুব/বিএইচ