সড়ক দুর্ঘটনার কবলে ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:১৯
জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
রোববার (১৭ নভেম্বর) সকালে আব্দুল হাই সাইফুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।’
আরও বলা হয়, তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।’
ওএফ