৭৪ দেশের হাফেজদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:০৮
মহাগ্রন্থ আল কুরআনের শীতল হাওয়ায় বিশ্ব মঞ্চে আবারও পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা। জয়োল্লাসে প্রতিধ্বনিত হচ্ছে বাংলাদেশের নাম। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এ ছিগারুল হুফফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছেন তিনি। একই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া এই প্রতিযোগিতাটিতে তিনটি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা।
ছোট গ্রুপে (৮-১২ বছর) অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আনাস মাহফুজ। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্বারী আবু জর গিফারী। আর বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালেহ আহমদ তাকরিম।
জানা গেছে, গোপালগঞ্জে জন্ম নেওয়া হাফেজ আনাস রাজধানী ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। ২০২৩ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি।
আনাসের মাদরাসার পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী গণমাধ্যমকে বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার প্রতি দোয়া কামনা করছি।’
ডিআর/এটিআর/এনআর