Logo

ধর্ম

আরবিকে শাণিত করবে আল-হিকমাহ মাদ্রাসার ২০ দিনের বিশেষ কোর্স

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

আরবিকে শাণিত করবে আল-হিকমাহ মাদ্রাসার ২০ দিনের বিশেষ কোর্স

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ২০ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে যাচ্ছে রাজধানীর মিরপুর-১২ নাম্বার সেক্টরে অবস্থিত আধুনিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-হিকমাহ মাদ্রাসা।

শায়খ মহিউদ্দীন ফারুকীর তত্ত্বাবধানে আগামী ১ রমজান থেকে কোর্সটি শুরু হবে এবং শেষ হবে ২০ রমজান। 

কোর্সের আয়োজক ও আল-হিকমাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী হাসীবুর রহমান কাসেমীর আশা- কোর্সটিতে ভালোমতো অংশ নিলে প্রশিক্ষণ গ্রহণকারীর আরবি আরও শাণিত হবে। 

এ কোর্সে প্রশিক্ষণ দান করবেন ইবতিকার ইসলামিক ইনস্টিটিউটের উস্তাদ মাওলানা ওবায়দুল্লাহ আহরার। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্সে যা শেখানো হবে, তা নিচে উল্লেখ করা হলো- 
আরবি কথোপকথন।

নির্ভুল ইবারাত পাঠের অনুশীলন।

দৈনন্দিন ব্যবহৃত আরবি তা‘বীর মুখস্থকরণ এবং ব্যবহার পদ্ধতি।

আরবি বক্তৃতা ও উপস্থাপনা শিক্ষাদান।

আরবি শ্রবণ দক্ষতা বৃদ্ধির অনুশীলন।

আরবি লেখার কলাকৌশল।

ইমলা ও আরবি বানানরীতি প্রশিক্ষণ।

অনুবাদ বিষয়ক বিশেষ দরস।

আরবিতে পরীক্ষা দেওয়ার কলাকৌশল।

কোর্সটিতে মাত্র ১ হাজার টাকা খরচ করে ভর্তি হওয়া যাবে। আর মাদ্রাসাটির সুন্দর পরিবেশে থাকা-খাওয়ার জন্য লাগবে ২ হাজার টাকা। যোগাযোগ- আল-হিকমাহ মাদ্রাসা। বাড়ি-১ রোড-০৯, ব্লক# সি,পল্লবী, মিরপুর-১২, ঢাকা। 

নিবন্ধনের জন্য এই নাম্বারে ফোন দেওয়া যাবে-০১৮৫৪-০৫৬৫৮৮, ০১৯৭৬-৪২৯২৯৮

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর