Logo

ধর্ম

ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞদের ‘জাকাত ওয়েবিনার’ বৃহস্পতিবার

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞদের ‘জাকাত ওয়েবিনার’ বৃহস্পতিবার

জাকাত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘জাকাত ওয়েবিনার’। এতে দেশের ইসলামি অর্থনীতি বিষয়ে অভিজ্ঞরা অংশ নেবেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে অনলাইনে এই অনুষ্ঠানটি শুরু হবে। আর এটি শেষ হওয়ার কথা রয়েছে রাত সাড়ে ১০টার দিকে।  

ইসলামি অর্থনীতি নিয়ে কাজ করা ‘শারীয়াহ এ্যাডভাইজারি এন্ড রিসার্চ কাউন্সিল (এসএআরসি)’ ও ‘হালাল ইনভেস্টমেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠান ওয়েবিনারটির আয়োজক। 

এতে উপস্থিত থাকবেন এসএআরসির চেয়ারম্যান বরেণ্য ইসলামি অর্থনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মুফতি আদনান হিজবুল্লাহ, কো চেয়ারম্যান মুফতি ইলিয়াস হুসাইন ও মুফতি মাহমুদুর রহমান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুফতি আব্দুর রহমান হুসাইনি।

ওয়েবিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশনের আহবান জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর