ফরিদপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন বৃহস্পতিবার
বেলায়েত হুসাইন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
বিশ্বের বিখ্যাত কারীরা এতে অংশ নেবেন | গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ফরিদপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে জেলা সদরের পিয়ারপুরে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহারের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশের প্রধান কারী শায়খ আহমাদ বিন ইউসুফ ছাড়াও কেরাত পরিবেশন করবেন বিশ্বের প্রসিদ্ধ কারীরা।
তাদের অন্যতম হলেন- মিসরের শায়খ ইয়াসির শারকাউঈ, ইরানের কারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারী হাম্মাদ আনওয়ার নাফিসী ও মরক্কোর কারী ইলিয়াস আল মিহয়াউঈ।
ফরিদপুরের প্রাবীণ আলেম মাওলানা হেলালুদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ কারী শায়খ আমান হুসাইনের সঞ্চালনায় কেরাত সম্মেলনটি রাত ১১টা পর্যন্ত চলবে।
দারুল আজহার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ড. ইঞ্জিনিয়ার শাহ মো. সাজ্জাদ হোসেন সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
বিএইচ/