আল্লামা সুলতান যওক নদভী | ছবি : সংগৃহীত
চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও আরবি ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী- তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন দারুল মা’আরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।
বাংলাদেশের খবরকে তিনি জানিয়েছেন, ‘আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি চিকিৎসকদের সঙ্গে সালাম-বিনিময়ও করেছেন।’
তিনি আরও জানান, হুজুরের সার্বক্ষণিক সেবায় নিয়োজিতরা বলেছেন, ‘আজ শায়খের সঙ্গে কথা বলতে পেরেছি। আলহামদুলিল্লাহ। বড় ধরনের কোনো অসুবিধা বা জটিলতা দেখা দেয়নি। নতুন কোনো অসুবিধা দেখা না দিলে আর তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।’
গত রোববার রাত দেড়টায় ডায়রিয়া ও লো প্রেশারজনিত সমস্যা নিয়ে দেশের প্রবীন এ আলেমকে এভারকেয়ারে হাসপাতালে আনা হয়, পরে স্টেপ ডাউনে নেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিবাগত রাতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তিনি ডা. রেজাউল করিম ও জহির উদ্দীন মাহমুদ ইলিয়াসের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
মাওলানা মাহমুদ মুজিব কওমি মাদ্রাসা অঙ্গনের বটবৃক্ষতুল্য এ আলেমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।
ডিআর/বিএইচ