Logo
Logo

ধর্ম

গাছে পেরেক মেরে দোয়া প্রচারে কি সওয়াব হবে?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২০:০৯


ইদানিং বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে গাছের মধ্যে নানা ধরনের দোয়া ও জিকির সম্বলিত ব্যানার ও প্লেকার্ড দেখা যায়। পথচারীদের আল্লাহর কথা স্বরণ করাতে ও দোয়া পড়তে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়। কেননা, নিজে দোয়া পাঠ ও জিকির করা যেমন পুণ্যের কাজ ঠিক একইভাবে অন্যকে ভালো কাজ স্মরণ করিয়ে দেওয়াটাও প্রশংসনীয়। মহান আল্লাহ বলেন, ‘আপনি স্মরণ করিয়ে দিন, কেননা, স্বরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকৃত করে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৫)।

তবে লক্ষণীয় যে গাছে ঝুলন্ত জিকির ও দোয়া সম্বলিত এসব প্লেট সাধারণত টিন বা এ জাতীয় বস্তু দিয়ে তৈরি। যেগুলো পেরেক ঠুকে গাছের শরীরে ক্ষত সৃষ্টি করে সাঁটানো হয়। উদ্দেশ্য ভালো হলেও গাছের ক্ষতি করে এ কাজ কতটা যৌক্তিক ও শরিয়তসম্মত? 

আরও পড়ুন- বুকের ভেতর কঠোর পেরেক, কান্না শুনবে কে!

এ বিষয়ে দেশের প্রসিদ্ধ ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা যদি একে অন্যকে জিকির ও আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা ভালো। আল্লাহ তায়ালাও অন্যকে ভালোকাজের কথা স্মরণ করিয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু পেরেক লাগানোর মাধ্যমে গাছের ক্ষতি করে দোয়া প্রচার ও ভালো কাজ করার সুযোগ ইসলামে নেই। শুধু গাছের ক্ষতি হবে- শুধু এতটুকু আশঙ্কা থাকলেও এরূপ কাজ করা যাবে না। ইসলাম অপ্রয়োজনে মানুষকে ছায়া ও ফল দেয়- প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এমন গাছ কাটার ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে।

তিনি আরও বলেন, যদি আমরা এমনটি করি, তবে আমরাই ক্ষতিগ্রস্ত হব। অতএব গাছের মালিকের অনুমতি সাপেক্ষে আমরা পেরেকের বদলে সুতা দিয়ে কাজটা করলে তা প্রশংসনীয় হবে।

বিএইচ/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর