ছবি : সংগৃহীত
যৌবনের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড.মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।
আজহারী বলেন, ‘আপনি যৌবনকালে যদি আল্লাহ তায়ালার ইবাদত করতে পারেন, তবে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও রব্বুল আলামিন ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দেবেন।’
তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি— আল্লাহ বলবেন, যুবক অবস্থায় সে কী করেছিল, ওইটা দেখো। ওই সময় যা করেছিল তা লিখে দাও।’
যৌবনকালকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে এই ইসলামি বক্তা আরও বলেন, নবিজি (সা.) ইরশাদ করেছেন, পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও। তা হলো—
১.বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও।
২.অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও।
৩.গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও।
৪.ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও।
৫.মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও।
ডিআর/এটিআর