গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন দাদপুর গ্রামে ১ যুগ পূর্তি ইসলামি মহাসম্মেলন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন জোহরের নামাজের পর থেকে দাদপুর গণিখার মোড় সংলগ্ন মাঠে দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমির সভাপতিত্বে সম্মেলনে বয়ান পেশ করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মুনির হোসাইন কাসেমি, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি ও মুফতি ইমরান হোসাইন সিদ্দিকী।
হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠেয় মহাসম্মেলনটিতে আখেরি বয়ান করবেন আল্লামা আকরাম আলি এবং দোয়া পরিচালনা করবেন মাওলানা আবুল খায়ের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোল্লা এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও পারফেক্ট পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মধুর সার্বিক সহযোগিতা ও প্রবাসী শওকত মোল্লার সৌজন্যে অনুষ্ঠেয় সম্মেলনটি মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। অন্যতম আয়োজক লিয়াকত খান সম্মেলনের সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
বিএইচ/