ছবি : বাংলাদেশের খবর
মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ছোট্ট এক শিশু।
শিশুটির নাম মুহাম্মদ আনাছ। তার বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের সমসেরাবাদ গ্রামে। বাবার নাম মুহাম্মদ ফয়সাল আমিন।
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার হিফজ বিভাগের শিক্ষার্থী আনাস। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আবুজর বলেন, আনাস খুব শান্তশিষ্ট ছেলে। তার এ অর্জনে আমরা সবাই খুশি।
হাফেজ আবুজর তার প্রিয় ছাত্র আনাসের সাফল্যের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
হাফেজ আনাসের কোরআন তিলাওয়াত শুনতে এখানে ক্লিক করুন
বিএইচ/