আত্মত্যাগী সকল বীরের প্রতি কৃতজ্ঞতা : শায়খ আহমাদুল্লাহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮
ছবি : সংগৃহীত
দেশ ও দশের মুক্তির জন্য আত্মত্যাগী বীরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আহমাদুল্লাহ তাঁর স্ট্যাটাসে লিখেন,‘প্রিয় স্বদেশ ও দেশের মানুষকে জালিমের জুলুম থেকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, কৃতজ্ঞতা সকল বীরের প্রতি।’
বিজয়ের দিনে দেশের সার্বিক নিরাপত্তা কামনা করে স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন (সুরা ইবরাহীম : ৩৫)।’
ডিআর/এটিআর/এমআই