ফেসবুক থেকে নেওয়া
মহান বিজয় দিবসের দিনে পাঁচটি বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বনামধন্য আলেম ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
মাওলানা শরীফ মুহাম্মদ লেখেন, বিজয় দিবসের শুভেচ্ছা ১৮৩১ বালাকোট আন্দোলন, ১৮৫৭ সিপাহী সংগ্রাম, ১৯৪৭ ব্রিটিশ থেকে স্বাধীনতা, ১৯৭১ পাকিস্তান থেকে মুক্তি এবং ২০২৪ জুলাই সংগ্রামের নতুন স্বাধীনতার জন্য নিবেদিত সংগ্রামী ও প্রাণ-উৎসর্গকারী প্রতিজন যোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং দোয়া। আল্লাহ তাআলা এদেশের স্বাধীনতাকে অর্থবহ করে দিন।
পোস্ট করার পর থেকেই গবেষক এ আলেমের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। নেটিজেনরা এটিকে দারুণভাবে গ্রহণ করেছে।
বিএইচ/