Logo
Logo

ধর্ম

মিসর বিজয় করেছেন যে সাহাবি

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩

মিসর বিজয় করেছেন যে সাহাবি

প্রতীকী ছবি

ইসলামের ইতিহাসে মিসরের বিজয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই অঞ্চলের বিজয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশ্বনবীর বীর সেনাপতি হজরত আমর ইবনে আস (রা.)। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মুসলিমদের কট্টর বিরোধী। তবে আল্লাহর রহমতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে ইসলামের একজন মহান সেনাপতি ও নেতা হিসেবে খ্যাতি লাভ করেন।

মিসর বিজয়
মক্কা বিজয়ের পর রাসুল (সা.) আরব উপদ্বীপের আশপাশের রাজা-বাদশাহর কাছে ইসলামের দাওয়াতি চিঠি পাঠান। এমন একটি চিঠি আমরের মাধ্যমে উমানের শাসকের কাছে পাঠান। চিঠি পেয়ে উমানের শাসক ইসলাম গ্রহণ করেন।

রাসুল (সা.) আমরকে উমানের গভর্নর নিযুক্ত করেন। এরপর খলিফা হজরত উমর (রা.) তাকে উমান থেকে সরিয়ে ফিলিস্তিনের সেক্টরে নিয়োগ করেন। তাঁর নেতৃত্বে সিরিয়ার বিভিন্ন অঞ্চল বিজয় হয়। সিরিয়া বিজয়ের পর আমর (রা.) উমর (রা.)-এর কাছে মিসরে অভিযান পরিচালনার অনুমতি চাইলেন। অনুমতির পর তিনি তাঁর ক্ষুদ্র বাহিনী নিয়ে মিসর অভিযান শুরু করেন। অভিযানে তাঁর সাহসিকতা, নেতৃত্ব এবং ইসলামের প্রতি অবিচল বিশ্বাস মিসর বিজয়ের পথ সুগম করে তোলে। এ বিজয়ের মাধ্যমে মিসর মুসলিম শাসনের আওতায় আসে এবং ইসলাম প্রসারিত হওয়ার ক্ষেত্র তৈরি হয়। 

বিজয়পরবর্তী ভূমিকা
মিসর বিজয়ের পর হজরত আমর (রা.) সেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের বার্তা পৌঁছাতে কার্যক্রম পরিচালনা করেন এবং মানুষের মাঝে ইসলামিক শিক্ষার প্রসার ঘটান। তাঁর শাসনামলে মিসর একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্রে পরিণত হয় এবং ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মিসরের গভর্নর হিসেবে দায়িত্ব
মিসর বিজয়ের পর হজরত উমর ইবনে খাত্তাব (রা.) তাঁকে মিসরের গভর্নর হিসেবে নিয়োগ দেন। আমর (রা.) তার শাসনকালে মিসরের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থা এবং ইসলামি নীতির ওপর ভিত্তি করে জনগণের মাঝে শাসন প্রতিষ্ঠা করেন। তার শাসনকালে মিসরে ইসলামি আইন ও শাসন ব্যবস্থা শক্তিশালী হয় এবং মুসলিমদের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ তৈরি হয়।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর