Logo
Logo

ধর্ম

মামুনুল হককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, শাসন না ভালোবাসা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৪

মামুনুল হককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, শাসন না ভালোবাসা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রকাশ্যে চড় দিলেন আল হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান (যাত্রাবাড়ীর পীর)।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন মাওলানা মামুনুল হক ও মাওলানা মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন আলেম। এসময় কথা বলার ফাঁকে হুট করেই মামুনুল হকের গালে থাপ্পড় মারেন মাওলানা মাহমুদুল হাসান। তবে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গেই মামুনুল হক তার সঙ্গে মুসাফাহা করেন।

এদিকে, ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, ভালোবেসেই এমনটা করেছেন যাত্রাবাড়ীর পীর। আবার কেউ দাবি করছেন,'এটা কোনো ভালোবাসা নয়,ক্ষোভ থেকেই এটা ঘটেছে।'

মনিরুজ্জামান মনির নামের একজন লিখেছেন,'মুহাব্বাতের (ভালোবাসা) হলে চেহারায় এতো অ্যাগ্রেসি ভাব কেন?'

সোহাইব নামের একজন লিখেছেন,'হাসিনার সামনে গেলে জালালী তবিয়ত দালালি তবিয়ত হয়ে যায় কেন?'

এইচ এম মনিরুজ্জামান নামের একজন লিখেছেন,'এটা বড়দের ভালোবাসার বহিঃপ্রকাশ।'

এটিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর