Logo
Logo

ধর্ম

তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায় : আজহারী

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায় : আজহারী

থার্টি ফার্স্ট নাইটের আগুনের চেয়েও ভয়ঙ্কর তীব্র আগুন মানুষকে দিশেহারা করার অপেক্ষায় বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি।

আজহারী তার স্ট্যাটাসে লিখেন, ‘যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি (থার্টি ফার্স্ট নাইটের) তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ঙ্কর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?’

ওই স্ট্যাটাসের মন্তব্যঘরে তিনি আরও যুক্ত করেন, ‘এই তো গতবারও ফুটফুটে শিশু উমায়ের তোমাদের উন্মাদনার বলি হলো। মাঝরাতে আতশবাজির কারণে লাখো লাখো শিশু ভয়ে আঁতকে ওঠে। পাখিগুলো মরে রাস্তায় পড়ে থাকে। এসব পটকা ফোটানো আর ফানুস ওড়ানোর কারণে পরিবেশেরও অকল্পনীয় ক্ষতি হয়। তবুও তুমি থামবে না?’

এটিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর