মাহফিলে তাফসির পেশ করছেন আজহারী | ছবি : সংগৃহীত
কুরআনের আলোকে দেশ গড়তে হবে বলে মন্তব্য জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাট আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ময়দানে ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আজহারী বলেন, ‘গত ১৫ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে। অন্য দেশ যখন উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকে। একদল যায়, আরেক দল এসে লুটে খায়— আমাদেরকে কুরআনের আলোকে দেশ গড়তে হবে।’
তিনি বলেন, ‘চাঁদ-সূর্য-গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ মানুষের মঙ্গল ও কল্যাণে সৃষ্টি করেছেন। সর্বত্র মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এ স্বাধীনতা মানুষ ভালো অথবা মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে।’
এই ইসলামি বক্তা বলেন, ‘সমাজে হিংসা-বিদ্বেষ বিশৃঙ্খলার বিস্তৃতি ঘটছে। মানুষের কাজ পশুত্বকেও হার মেনে যায়। ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে। সভ্যতাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।’
ইসলামের অনুসরণই শান্তির একমাত্র উপায় উল্লেখ করে তিনি বলেন, ‘উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ নয়, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে। প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। ধাপে ধাপে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে। একমাত্র ইসলামকে অনুসরণ করেই শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যাবে। অন্য কোনো পন্থা শুধু অশান্তিই বয়ে আনবে।’
ডিআর/এটিআর/এমএইচএস