Logo
Logo

ধর্ম

বার্সেলোনায় বাংলাদেশি ইমামের কাছে রুশ যুবকের ইসলাম গ্রহণ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৪:১৬

বার্সেলোনায় বাংলাদেশি ইমামের কাছে রুশ যুবকের ইসলাম গ্রহণ

মাওলানা আব্দুল কাদির আল মাহদির কাছে ইসলাম গ্রহণ করেন রুশ যুবক আরিয়াল

স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন এক রুশ যুবক। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) বার্সেলোনার তারিক বিন জিয়াদ জামে মসজিদে এশার নামাজের পর আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি। 

২৩ বছর বয়সী ওই যুবকের পূর্বনাম আরিয়াল। ইসলামে দীক্ষিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ ওমর।

আর বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি তারিক বিন জিয়াদ জামে মসজিদের ইমাম ও খতিব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার মেহেরবানিতে গতকাল এশার পর আরও একজনকে শাহাদাহ পড়ানোর তাওফিক হয়েছে। তিনি রুশ নাগরিক। বার্সেলোনায় নতুন এসেছেন। তার পরিবারের অন্যরা রাশিয়াতেই থাকেন। 

আব্দুল কাদির আল মাহদি আরো বলেছেন, নওমুসলিম মোহাম্মদ ওমর বার্সেলোনায় এসে ইসলামিক সেন্টার ও মসজিদের তথ্য নিয়ে আমাদের এখানে আসেন। এরপর আমার সাথে কিছু আলাপ করেন। পরিশেষে তিনি ইসলাম কবুলের সিদ্ধান্ত নেন। এই অল্প বয়সেই তিনি নিজে ইসলামের ওপর অনেক পড়াশোনা করে ইসলামের প্রতি আকৃষ্ট হন।

দীর্ঘ দিন ধরে বার্সালোনায় বসবাসকারী হাফেজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির কাছে এরই মধ্যে অর্ধ শতাধিক মানুষ কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর