Logo

জাতীয়

বিশ্ব ইজতেমার ২ পর্বের নতুন তারিখ ঘোষণা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

বিশ্ব ইজতেমার ২ পর্বের নতুন তারিখ ঘোষণা

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪-১৬ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। সিনিয়র সচিব ও শূরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুই ভাগে আয়োজিত হবে। শূরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুই ভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম দাবি করেছেন, দ্বিতীয় পর্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাওলানা সাদ অনুসারীদের নেতৃত্বে ইজতেমা আয়োজনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বাংলাদেশের খবরকে জানান, আমরা ভবিষ্যতে টঙ্গী ময়দানে ইজতেমা করতে পারব না- এ শর্তে এমন অনুমতি দেওয়া হয়েছে। সরকার এমন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না।

এএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর