Logo

ধর্ম

পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্ক

ছেলেসহ মুসলিম হলেন ইউক্রেনীয় নারী, অতঃপর...

বেলায়েত হুসাইন

বেলায়েত হুসাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

ছেলেসহ মুসলিম হলেন ইউক্রেনীয় নারী, অতঃপর...

পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কের জেরে ছেলেসহ ইসলাম গ্রহণ করেছেন ইউক্রেনীয় এক নারী। এরপর ওই যুবকের সঙ্গে বিয়েও হয়েছে তার। 

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্পেনের বার্সেলোনার তারিক বিন জিয়াদ জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তারা। তাদেরকে শাহাদাহ পাঠ করান ওই মসজিদের ইমাম বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি।

ইসলাম গ্রহণকারী ওই নারীর পূর্বনাম মারিনা গাপচেঙ্ক (৪২)। ইসলামে প্রবেশের পর তার নাম রাখা হয়েছে আমিনা। আর তার নতুন স্বামীর নাম জাওয়াদ হুসাইন। তিনি মূলত পাকিস্তানি যুবক।

মাওলানা আব্দুল কাদির আল মাহদি বাংলাদেশের খবরকে জানান, ওই নারীর পূর্বে একটি বিবাহ ছিল। সেই ঘরে একজন সন্তানও আছে। সন্তানসহ ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর আমি পাকিস্তানি যুবক ও ওই নারীর মধ্যে বিবাহ পড়িয়ে দিই।

পাকিস্তানি ওই যুবক নারীটিকে ইসলামে নিয়ে আসার জন্য দীর্ঘ দিন ধরে প্রচেষ্টা করছিলেন। অবশেষে তার প্রচেষ্টা সফল হলো বলেও জানান বাংলাদেশি আলেম আল মাহদি। 
আরও পড়ুন

দীর্ঘ দিন ধরে বার্সালোনায় বসবাসকারী হাফেজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির কাছে এরই মধ্যে অর্ধ শতাধিক মানুষ কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর