Logo

ধর্ম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

ছবি : সংগৃহীত

হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বরাবরই উড়ে লাল-সবুজের পতাকা। দেশের তরুণ হাফিজরা বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে স্বদেশের নাম উজ্জ্বল করছেন।

এবার সৌদি আরবে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীও। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য এতে অংশ নিয়ে দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছেন।’

পবিত্র কোরআনের ‘১০ পারা গ্রুপ-এ গোলাম রব্বানী এবং ৩ পারা গ্রুপ-এ মো. সাব্বির আহমেদ রৌপ্যপদক জয় করেন, যা দেশের জন্য এক অবিশ্বাস্য অর্জন ‘

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে গত ৩১ জানুয়ারি থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মুকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর