Logo

ধর্ম

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ৬ বছর

নিউজিল্যান্ডে বেড়েছে ইসলামগ্রহণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০

নিউজিল্যান্ডে বেড়েছে ইসলামগ্রহণ

নওমুসিলম তরুণের সঙ্গে মুসাফাহা করছেন শায়খ আহমাদুল্লাহ | ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার প্রায় ৬ বছর আজ। ২০১৯ সালের ১৫ মার্চ ভয়াবহ এই হামলায় ৫১ মুসল্লি শহীদ হয়েছিলেন। তবে এ ঘটনার পর থেকেই দেশটিতে ইসলামগ্রহণ বেড়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি সেখানকার এক খ্রিস্টান তরুণকে কালেমাও পড়িয়েছেন তিনি।

‘শুধু এ তরুণই নয়, সেই ঘটনার পর নিউজিল্যান্ডের বহু মানুষ ইসলামের ছায়াতলে এসেছে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানান আহমাদুল্লাহ।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মনে আছে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মাসজিদ আন-নূরে খ্রিস্টান জঙ্গি ব্র্যান্টন টারান্টের বুলেটে শহীদ হওয়া ৫১ মুসল্লির কথা? সেই মসজিদে কয়েকদিন আগে নিউজিল্যান্ডের এক খ্রিস্টান তরুণ ইসলামগ্রহণ করেছেন। তরুণের নাম ফিলিক্স। আমার সৌভাগ্য, বাংলাদেশ থেকে ১১ হাজার মাইল দূরে বসবাসকারী সেই তরুণকে কালেমায়ে শাহাদাত পাঠ করাতে পেরেছি। শুধু এ তরুণই নয়, সেই ঘটনার পর নিউজিল্যান্ডের বহু মানুষ ইসলামের ছায়াতলে এসেছে।’

আস-সুন্নাহর চেয়ারম্যান লিখেন, ‘‘এই ঘটনা আবার মহান আল্লাহর সেই আয়াতের কথা মনে করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন, ‘তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন’।’’

নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে নসিহত করছেন শায়খ আহমাদুল্লাহ
‘নিউজিল্যান্ডে সফরে থাওরাঙ্গা মসজিদে আলোচনা শেষে উনিশ বছর বয়সী তানির সাথে পরিচিত হয়েছিলাম। তানি নওমুসলিম। নতুন নাম তাওফীক। জানতে চেয়েছিলাম, ইসলামগ্রহণের আগে ও পরের কোনো পার্থক্য সে অনুভব করছে কি না? উত্তরে তাওফীক বলেছিল, আগে জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পেতাম না। এখন প্রতিটি কাজের পরিষ্কার উদ্দেশ্য খুঁজে পাই। জীবনের লক্ষ্য পরিস্ফুট হওয়ায় প্রশান্তি অনুভব করি। সুবহানাল্লাহ! কী চমৎকার উপলব্ধি।’

নওমুসলিমদের কল্যাণ কামনা করে তিনি আরও লিখেন, ‘জন্মসূত্রে মুসলমান হয়ে আমরা ঈমানের মূল্য অনুভব করতে পারি না। বহু প্রতিকূলতা মোকাবিলা করে যারা ইসলামে আসে, কেবল তারাই বোঝে, ঈমানের কী দাম ও স্বাদ! পৃথিবীর দিকে দিকে যারা বাধার পাহাড় উপেক্ষা করে ইসলামগ্রহণ করছেন, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখুন। কবুল করুন। কবুল করুন আমাদেরকেও।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর