Logo

ধর্ম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বছরব্যাপী দাওয়াহ ডিপ্লোমা কোর্স সম্পন্ন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বছরব্যাপী দাওয়াহ ডিপ্লোমা কোর্স সম্পন্ন

সম্পন্ন হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বছরব্যাপী দাওয়াহ কোর্স ও বিদায় অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে কোর্সটি সমাপ্ত হয়। এ কোর্সের মাধ্যমে যুগ-সচেতন, প্রাজ্ঞ, চৌকস ও নিষ্ঠাবান দাঈ তৈরি করা হয়, যারা ইসলামের সুমহান বার্তা যথাযথভাবে প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করবেন।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, একজন দাঈর দায়িত্ব শুধু জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ নয়; বরং সেই জ্ঞানকে মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগানোই তার প্রকৃত কর্তব্য। সহনশীলতা, প্রজ্ঞা ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠা একজন দাঈর অনন্য বৈশিষ্ট্য।’

এই কোর্সে অংশগ্রহণকারীদের দ্বীনি ও দাওয়াহ জ্ঞানের পাশাপাশি জেনারেল নলেজেও সমৃদ্ধ করা হয়, যাতে তারা কোরআন-সুন্নাহর আলোকে সমোপযোগী ভাষায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। 

অনুষ্ঠান শেষে বছরব্যাপী শিক্ষার্থীদের নানা এক্টিভিটির ওপর বিশেষ পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুর রাশাদ মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর ড. জুনায়েদ মুনির, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব, বিভাগীয় কো অর্ডিনেটর খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ এবং দাওয়াহ ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকগণ।

খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর