Logo

নির্বাচিত

বাংলাদেশের পত্রিকা থেকে

ঢাকায় ছিনতাইয়ের ৪৩২ হটস্পট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০

ঢাকায় ছিনতাইয়ের ৪৩২ হটস্পট

ছাত্রদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’
বাংলাদেশের খবরে বলা হয়েছে, আজ আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল। এর আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্যসচিব হচ্ছেন আখতার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মত্মপ্রকাশের দিনেই বিশাল জমায়েত করার পরিকল্পনা দলটির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের।

গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে।

আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। 

ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এল
প্রথম আলো লিড করেছে, বিএনপির বর্ধিত সভায় তিন শীর্ষ নেতাসহ মাঠপর্যায়ের নেতাদের বক্তব্যে মূলত ভোটের কথাই উঠে এল। পাশাপাশি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তৃণমূল নেতাদের কাছ থেকে সারা দেশে দখল ও চাঁদাবাজির ব্যাপারে দলের ‘কঠোর’ অবস্থানে দৃঢ় থাকার পরামর্শ এসেছে। আগামী জাতীয় নির্বাচন ‘কঠিন’ হবে জানিয়ে অনেকে প্রার্থী মনোনয়নে এবার ‘হাইব্রিড’ নেতাদের ব্যাপারে সতর্ক করেছেন। সভায় একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর প্রসঙ্গও ওঠে। দলটির সাম্প্রতিক তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার মতও দিয়েছেন কোনো কোনো নেতা।

গতকাল বৃহস্পতিবার বিএনপির এই বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় এবং জেলা, উপজেলা ও পৌর কমিটির ১০০ জনের বেশি নেতা বক্তৃতা করেন। জাতীয় সংসদের এলডি হল-সংলগ্ন মাঠে এ সভা হয়। বেলা ১১টায় শুরু হয়। রাত ১১টায় সভা শেষ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী আলোচনার মধ্যে রাজধানী ঢাকায় বড় আয়োজনে এ বর্ধিত সভা হলো। বিএনপির প্রায় সাড়ে তিন হাজার নেতার মিলনমেলায় পরিণত হয় এ সভা। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত দুই পর্বে বর্ধিত সভার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে সমাপনী বক্তৃতাও দেন তিনি। লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তাঁরা দুজনই ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রতিনিধিদের নিয়ে কর্ম–অধিবেশন হয়।

শত্রুরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত
বাংলাদেশ প্রতিদিন লিড করেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে। তিনি বলেন, আসুন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। ঐক্য আরও বেগবান করি। এ সময় তিনি সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান।

গতকাল দুপুরে লন্ডন থেকে দলের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিপ্রধান এ আহ্বান জানান। তাঁর এ বক্তব্য আগে থেকেই ধারণ করা ছিল। সেটি সভায় প্রচার করা হয়। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দলকে আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে দলীয় চেয়ারপারসন বলেন, জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে হবে।

আগামী নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংগত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি- আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কাজ করবেন না, যাতে আপনাদের এত দিনের সংগ্রাম বিফলে যায়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখতে হবে- ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

ঢাকায় ছিনতাইয়ের ৪৩২ হটস্পট
যুগান্তরে বলা হয়েছে, রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ছিনতাই। নগরীর ৫০ থানা এলাকায় ছিনতাইকারীদের ৪৩২টি হটস্পট চিহ্নিত হয়েছে। এসব স্থানে সক্রিয় ১২শ ছিনতাইকারী। এদের হাতে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ। দুর্বৃত্তরা চলন্ত বাস, প্রাইভেট কার থেকে মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি বা পিস্তল ধরে নগদ টাকা, মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছে। বাধা দিলেই আঘাত করছে এতে গুরুতর আহতসহ প্রাণহানি হচ্ছে।

এসবের সঙ্গে পেশাদার, মাদকাসক্ত এবং শৌখিন ছিনতাইকারীরা জড়িত। এদের দৌরাত্ম্যে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক এলাকায় সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাতে ঘর থেকে বের হচ্ছেন না। আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী অভিযানেও দমছে না অপরাধীরা।

এই অবস্থায় দিনে দিনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভুক্তভোগীরা। অনেক স্থানে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলছেন। অনেক স্থানে মানুষ হাতে তুলে নিচ্ছেন আইন। ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে ধরে গণধোলাই, এমনকি উলটো করে ঝুলিয়ে রাখা, পিটিয়ে মারার ঘটনাও ঘটছে। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পুলিশের দাবি, কোনো স্পট ধরে নয়, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের ঝুঁকি আছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশের শত্রুরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত
আমার দেশ লিড করেছে, বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে ভাষণ দিয়েছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি প্রতিহিংসা-প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের শত্রুরা এখনো চক্রান্তে লিপ্ত। তিনি তাদের সে চক্রান্ত ব্যর্থ করে দিতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করুন। তিনি ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সভায় স্বাগত বক্তৃতা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। সভা সঞ্চালনা করেন দলটির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

দৃঢ় ঐক্য, নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল
সমকাল লিড করেছে, দল ও নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। তারা বলছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেলেও এখনও রয়ে গেছে দোসররা।

দোসরদের সঙ্গে জামায়াতে ইসলামী আঁতাত করে বিএনপিকে নিয়ে নানা চক্রান্ত করছে। এই চক্রান্ত মোকাবিলায় নিজেদের যেমন সজাগ থাকতে হবে, তেমনি জনগণের কাছাকাছি যেতে হবে। দলের গুটিকয়েক নেতাকর্মীর অপকর্ম রোধ করতে হবে।

ওই কয়েকজনের দায়ভার পুরো দল নিতে পারে না। এ জন্য তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

নাহিদরা নতুন বাসা খুঁজে পাবেন?
মানবজমিনে বলা হয়েছে, বাংলাদেশের জন্ম ইতিহাসের অন্যতম চরিত্র তফাজ্জল হোসেন মানিক মিয়া। তার নামে এভিনিউ। পাশেই সংসদ ভবন। গণতন্ত্রের তীর্থস্থান। এখানে গণতন্ত্রের চর্চা কতোটা হয়েছে সে প্রশ্ন আলাদা। এই সংসদ ভবনকে সামনে রেখেই আজ আত্মপ্রকাশ ঘটতে চলেছে নতুন এক রাজনৈতিক শক্তির। এদেশের অলিতে-গলিতে রাজনৈতিক দল। গেল ক’মাসেই জন্ম হয়েছে অন্তত ১৬টি নতুন দলের। তবুও নাহিদ ইসলামদের নেতৃত্বে অভিষিক্ত দলটি নিশ্চিতভাবেই আলাদা। কেবল এ ভূমিতে কেন, এতগুলো তরুণ কবে, কোথায় কোন দলের জন্ম দিয়েছে কে জানে! 

শহীদ মিনার থেকে মানিক মিয়া এভিনিউ। গেল কয়েক মাসে কতো ঘটনাই না ঘটে গেল। ওলটপালট হয়ে গেল সব। কখনো কখনো এমন হয়। সময়ের চাকা ঘোরে খুবই দ্রুত। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরশাসকের পতন। দুনিয়ায় এমন ঘটনা খুব বেশি ঘটেনি। আপাত মনে হবে আকস্মিক, অকস্মাৎ এক ঝড়। আদতে এ তরুণদের একটি অংশ নিজেদের তৈরি করেছে অনেকদিন ধরেই। রাজনীতি আর সমাজ নিয়ে নতুন করে ভেবেছে তারা। পড়েছে, পরামর্শ করেছে। অপেক্ষায় ছিল একটি মোক্ষম সময়ের। ইতিহাস তাদের জন্য দরজা খুলে দিয়েছে।

হাইব্রিডদের প্রার্থিতা নয়
কালের কণ্ঠ লিড করেছে, বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে। ছবি : কালের কণ্ঠ

প্রায় ২৫ বছর পর অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের বক্তব্যে নির্বাচনের কথাই বেশি উচ্চারিত হয়েছে। তাঁরা সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো ‘শক্তিশালী’ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে ‘গোপন’ জরিপ করার প্রস্তাব দেন তাঁরা। পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে আন্দোলনে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী, ‘হাইব্রিড ও সুবিধাবাদী’ ও বিতর্কিত—এই চার শ্রেণির নেতাদের মনোনয়ন না দেওয়ার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তাঁরা।

সভায় কয়েকজন নেতা একসময়ের মিত্র জামায়াতের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। কেউ কেউ আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে সারা দেশে দখল ও চাঁদাবাজির ব্যাপারে দলকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বর্ধিত এই সভায় নেতারা এসব অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল সম্প্রতি বর্ধিত সভার প্রস্তুতি দেখতে গিয়ে বলেছেন, ১৯৯৭ সালে সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর