Logo
Logo

জাতীয়

মহাখালীতে বিক্ষোভ

ভারত ইস্যুতে যেমন পররাষ্ট্রনীতি চান সাবেক সেনাকর্মকর্তারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০


গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কে’ ফাটল ধরেছে। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে দিল্লি তাদের হিংসাত্মক অবয়ব দেখাচ্ছে বেশ জোরেশোরে। এরই প্রেক্ষিতে এবার দুই দেশের বৈরিতা নিয়ে আওয়াজ তুলেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তারাও।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ বিক্ষোভ ও সমাবেশ করেছেন তারা। 

সমাবেশে সাবেক সেনাকর্মকর্তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিবিদ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত।

তারা বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবিও জানান তারা।  ‍


ডিআর/এটিআর/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর