Logo

খেলা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাজে পারফরম্যান্সে ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। নিয়মরক্ষার শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুদল।

তবে টুর্নামেন্টের বাইরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

মে মাসের এই সফরটি অবশ্য আইসিসির এফটিপির অংশ। কিন্তু জুলাই-আগস্টে দুদলের মধ্যকার আরও একটি সিরিজ অনুষ্ঠিত হতে পারে। নতুন এই সিরিজের আয়োজক হবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুবাইয়ে বৈঠক হয়েছে পিসিব প্রধান মহসিন নাকভি ও বিসিবি প্রধান ফারুক আহমেদের মধ্যে।  

সিরিজটির বিষয়ে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবি এবং পিসিবি এ নিয়ে (সিরিজ) আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই। ’

দুই সিরিজের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বিএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর