-67d952df6e3e1.jpg)
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাকছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চোটের কারণে সুপার ক্লাসিকো থেকে আগেই বাদ পড়েছিলেন ব্রাজিলের তারকা নেইমার। এবার একই কারণে বাদ পড়লেন মেসিও।
আগামী সপ্তাহে উরুগুয়ে (২২ মার্চ) ও পরে ব্রাজিলের (২৬ মার্চ) বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে দুটি ম্যাচের কোনোটিতেই মাঠে নামতে পারবেন না বিশ্বকাপ জয়ী মেসি।
আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন অবশ্য আনুষ্ঠানিকভাবে তার অনুপস্থিতি কিংবা ইনজুরির বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে রবিবার ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পান মেসি। এর আগে তিনটি ম্যাচে বিশ্রামে ছিলেন। কিন্তু মাঠে ফিরেই নতুন করে চোটে পড়েন।
মেসির শারীরিক অবস্থা নিয়ে ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। তার মতে, আমরা চেয়েছিলাম মেসিকে বাড়তি চাপ না দিতে। কারণ, এতে তার চোটের ঝুঁকি আরও বেড়ে যেত। আর্জেন্টিনার মেডিক্যাল টিমই তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে।
তবে মেসির চোটই আর্জেন্টিনার একমাত্র দুশ্চিন্তা নয়। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিয়োভানি লো সেলসোও খেলতে পারবেন না। ফলে গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচে আর্জেন্টিনাকে নামতে হবে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়াই। তাদের ছাড়া উরুগুয়ের মাঠে ও ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে কেমন কি করে আলবিসিলেস্তারা সেটাই এখন দেখার বিষয়।