Logo

খেলা

ম্যাচের আগে শ্রদ্ধা ‘প্রয়াত’ ফুটবলারকে, ম্যাচ চলাকালীন জানালেন তিনি জীবিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫১

ম্যাচের আগে শ্রদ্ধা ‘প্রয়াত’ ফুটবলারকে, ম্যাচ চলাকালীন জানালেন তিনি জীবিত

বুলগেরিয়ার ফুটবলে ঘটল অবাক করা এক ঘটনা! ক্লাব আরদা কারজালি তাদের প্রয়াত সাবেক ফুটবলার পেতকো গানচেভের স্মরণে ম্যাচের আগে নীরবতা পালন করল। কিন্তু খেলা চলাকালীনই জানা গেল— তিনি এখনো জীবিত!

গত রোববার (১৬ মার্চ) দেশটির শীর্ষ লিগের ম্যাচে মুখোমুখি হয় আরদা কারজালি ও লেভস্কি সোফিয়া। খেলার আগে ক্লাব কর্তৃপক্ষের কাছে খবর আসে, সাবেক ফুটবলার পেতকো গানচেভ মারা গেছেন। এই খবরে শোক প্রকাশ করতে ক্লাবটি সিদ্ধান্ত নেয়, ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সে অনুযায়ী দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান গানচেভের প্রতি। এরপর শুরু হয় খেলা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এক বিস্ময়কর ঘটনা ঘটে! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্বয়ং পেতকো গানচেভ। তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং তার মৃত্যু সংবাদ পুরোপুরি ভুল! এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

ঘটনা জানার পর দ্রুত বিবৃতি দিয়ে ক্ষমা চায় ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। পেতকো গানচেভ, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি এবং চাই, তিনি আমাদের সাফল্য আরও বহু বছর উপভোগ করুন।’

ক্লাবের এই ভুলের পর প্রশ্ন উঠছে, কেন তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করেনি? এমন বিভ্রান্তিকর তথ্য কীভাবে ছড়াল?

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর