Logo
Logo

খেলা

উন্মোচন হলো বিপিএলের মাসকট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯

উন্মোচন হলো বিপিএলের মাসকট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে চলতি শেষের দিকে  মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট।

রোববার (১ ডিসেম্বর) অফিসিয়াল মাসকট উন্মোচন করা হয়েছে। মাসকট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেটারসহ আরও অনেকে । এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে মাসকটের লোগো উন্মোচন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয়েছে এ অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’। জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের উৎসর্গ করে এই মাসকট ডিজাইন করা হয়েছে।

বিপিএল কর্তৃপক্ষের মতে, মাসকটটি শুধু শান্তি নয়, বরং স্থিতিস্থাপকতারও প্রতীক। যা বাংলাদেশের শক্তি এবং ঐক্যের প্রতিনিধিত্ব করে। বিপিএলের এই আসরের খেলা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দল।

এনজে/এমএইচএস

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর