Logo

খেলা

সিলেটে থেমেছে বৃষ্টি, খেলা শুরু ১টায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৬

সিলেটে থেমেছে বৃষ্টি, খেলা শুরু ১টায়

ছবি : ক্রিকইনফো

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর ১২টার পর থেমেছে বৃষ্টি। দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর ১টায় শুরু হবে দিনের খেলা।

এর ফলে বৃষ্টির পেটে গেছে পুরো সকালের সেশন। নতুন সূচি অনুযায়ী, চা-বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ সেশন চলবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকালে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই কারণেই দুই দল মাঠে আসে সকাল ১০টার দিকে। কিন্তু বৃষ্টি থামার আগ পর্যন্ত খেলোয়াড়রা সময় কাটান ড্রেসিংরুমে। মাঠকর্মীরা ব্যস্ত ছিলেন কভার টেনে ও পানি সেচে খেলার উপযোগী করার কাজে।

এর আগে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ১ উইকেটে তুলে ৫৭ রান। এখনো পিছিয়ে আছে ২৫ রানে। আজকের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মুমিনুলের ৫৬ ও শান্তর ৪০ ছাড়া বলার মতো স্কোর ছিল না কারও।  

জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। বেনেট ৫৭ ও উইলিয়ামস ৫৯ রান করেন। শেষ দিকে এনগারাভার ২৮ ও মুজারাবানির ১৭ রানে লিড বাড়ায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ফিরে যান মাত্র ৫ রান করে। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরে যোগ করেন ৪৪ রান। এখান থেকেই আজ আবার ব্যাট হাতে নামবে বাংলাদেশ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর