Logo

খেলা

সিলেটে ২৫৫ রানে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:০৯

সিলেটে ২৫৫ রানে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪ রান

ছবি : ক্রিকইনফো

সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে আবারও হতাশ করল বাংলাদেশ। টপঅর্ডারের ব্যর্থতায় ধুঁকতে থাকা দলকে টেনে তুললেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। তার ৫৮ রানের ইনিংসই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি।  

গতকালের মতো আজও (বুধবার) সকালে বৃষ্টির পর মাঠে গড়ায় চতুর্থ দিনের খেলা। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মুজারাবানি ও এনগারাভার দাপটে ১৮ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট।  

টপঅর্ডারে শান্তর ফিফটি বাদ দিলে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি কেউই। দিনের শুরুতেই ধাক্কা খেয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ইনিংসের শেষদিকে জাকের আলী অনিক ও হাসান মাহমুদের ৩১ রানের জুটি কিছুটা স্বস্তি দেয়।  

তবে ওয়েলিংটন মাসাকাদজার এক ওভারেই ভেঙে যায় সেই জুটি। একই ওভারে ফিরেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। এরপর শেষ উইকেট হিসেবে আউট হন জাকের, ইনিংসে ৫৮ রান করেন তিনি।  

বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।  

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১৯১ রান। মুমিনুল হকের ৫৬ ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। জবাবে বেনেট ও উইলিয়ামসের ব্যাটে চড়ে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসেও সাদমানের উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জয় ও মুমিনুল কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারের ব্যর্থতায় ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।  

চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন জিম্বাবুয়ের হাতে। শেষ দিনে ব্যাটিংয়ে যদি বড় কোনো ধস না নামে, তাহলে সিলেটে সিরিজের প্রথম টেস্ট জয়ের হাতছানি তাদের সামনেই।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর