Logo

খেলা

ম্যাচ ডিউটিতে হার্ট অ্যাটাক

চলে গেলেন বিসিবির ইকরাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৩১

চলে গেলেন বিসিবির ইকরাম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে মাঠ পর্যবেক্ষণে নামেন ইকরাম। মাঠে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিসিবির চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে তাকে সিলেটের আল হারমাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের চিফ সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

৫০ বছর বয়সী ইকরাম চৌধুরী দীর্ঘ ১১ বছর ধরে বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি নিয়মিতভাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর