আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচেই জয় পেয়েছে টাইগ্রেসরা। শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে হোয়াইটওয়াশের স্বাদ নিল নিগার সুলতানা জ্যোতির দল। এতে সরাসরি ২০২৫ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো।
টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বোলিংয়ে দারুণ শুরু করা মেয়েরা ৫০ ওভার শেষে ১৮৫ রানেই আটকে দেয় আইরিশদের। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন অধিনায়ক গ্যাবি লেইস।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান থেকে আসে ফিফটি। ওপেনার ফারজানা হক খেলেন ৬১ রানের এক দুর্দান্ত ইনিংস। এরপর শারমিন আক্তারের ৭২ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা।
এর আগে বল হাতে ফাহিমা খাতুন শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
এনজে