ছবি : সংগৃহীত
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়াতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ৬উইকেট হারিয়ে ১বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী আয়ারল্যান্ড। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে জিতে নেয় সিরিজও।
এদিন নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা পায় আইরিশ নারীরা। দুই ওপেনার হান্টার-লুইস মিলে গড়েন অর্ধশতক রানের উদ্বোধনী জুটি। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের।
এরপর থেকে কিছুটা খেই হারায় আইরিশরা। দলীয় স্কোরবোর্ডে আরও ১৫ রান যোগ করতেই একে একে বিদায় নেয় ৩ ব্যাটার। তবে ম্যাচের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিনটি চার মেরে জয় নিশ্চিত করেন লরা ডেলানি।
বাংলাদেশের পক্ষে ১০ রানের খরচায় দুই উইকেট শিকার করেন রাবেয়া খান। এছাড়া ১টি করে উইকেটের দেখা পান নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন মিলে ৩৩ রানের জুটি গড়েন। ১২ বলে ১২ রান করে মুর্শিদা আউট হলেও শারমিন-সোবহানা মিলে দলের সংগ্রহ ১০০ পার করেন। ১৪তম ওভারে ৩৩ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন শারমিনা।
১৬তম ওভারের দ্বিতীয় বলে সোবহানা বিদায় নিলে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪৩ বলে ৪৫ রান করে আউট হন সোবহানা। এরপর আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১৮ ও ২০তম ওভারে ২টি করে উইকেট হারায় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের পক্ষে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে তুলেন অরলা প্রেন্ডারগাস্ট। এছাড়া ২টি উইকেট ঝুলিতে পুরেছেন এমি ম্যাগুইয়ারও। আর পুরো সিরিজে ১০টি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট।
এমবি/এটিআর