এবার ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশার যাত্রী হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যাত্রীর আসনে ট্রফি রেখে ফটোসেশন ও ভিডিও ধারণ করে আইসিসি কর্তৃপক্ষ। এরপর সেই রিকশায় ঘোরানো হয় ট্রফিটিকে।
মিরপুরের রাস্তায় রিকশায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে উচ্ছ্বসিত ক্রিকেট ভক্ত ও মিরপুরবাসী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২:৩০টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২নং ভিআইপি গেটের সামনে রিকশায় বসানো হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি।
কিছুক্ষণ রাখার পর আইসিসি কর্তৃপক্ষ ট্রফিটি স্টেডিয়ামের ভেতরে নিয়ে যান। বাংলাদেশ ভ্রমণ শেষে ট্রফিটি নেওয়া হবে দক্ষিণ আফ্রিকায়।
এর আগে বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিডিয়া সেন্টারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়।
নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও গণমাধ্যম কর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শনের জন্য এই আয়োজন করা হয়।
এনকেবি/এমএইচএস/এনজে