Logo
Logo

খেলা

সৌদি ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধই থাকছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১০

সৌদি ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধই থাকছে

ছবি : সংগৃহীত

সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। সেখানে আবগারি আইন শিথিল ছিল। নানা জল্পনার পর বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগমুহূর্তে কাতারের কর্তৃপক্ষ জানিয়েছিল, কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে। বিদেশি পর্যটকরা সেখান থেকে মদ কিনতে পারবে। কিন্তু সৌদিতে অনুষ্ঠিতব্য ২০৩৪ বিশ্বকাপে তেমনটা হবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, দশ বছর পর অনুষ্ঠিতব্য সৌদি বিশ্বকাপে স্টেডিয়ামে বসে মদ্যপান করতে পারবেন না। 

বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিফা। তবে সংস্থাটির দায়িত্বশীল সূত্র গার্ডিয়ানকে বলেছে, ম্যাচগুলোতে মদ বিক্রি হওয়া নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। অন্যান্য অনেক মুসলিম দেশের বিপরীতে সৌদি আরবে বিলাসবহুল হোটেলেও অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ।

এক সংবাদমাধ্যমের দাবি, ‘সৌদি আরব আবগারি আইন শিথিল করবে না। ফিফাও তাদের কোনও রকম আবেদন করবে না বলেই জানা গিয়েছে। ম্যাচের মাঝে বিয়ার বিক্রি করা হবে না বলেই জানা গিয়েছে।’ অবশ্য সৌদি বিশ্বকাপের বাকি এখনো ১০ বছর। তখন নিয়ম বদলাবে কি না- তা বলা মুশকিল। 

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর