Logo
Logo

খেলা

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঘুচাতে ‘সীমান্তে স্টেডিয়াম’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঘুচাতে ‘সীমান্তে স্টেডিয়াম’

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনার মধ্যে রয়েছে। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে তাদের খেলা প্রায়শই নানা বিতর্ক সৃষ্টি করে। তবে, সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৪ নিয়ে একটি সমঝোতার আলোচনার মাধ্যমে কিছুটা স্বস্তি এসেছে। 

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪-২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপাতত সমাধান খুঁজে পেলেও ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের স্থায়ী সমাধান হয়নি। তাই আলোচনা-সমালোচনার মধ্যেই এ নিয়ে একটি সমাধানের পথ দেখিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। 

বিসিসিআই ও ভারত সরকারকে বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, দুই দেশের ক্রিকেট সম্পর্কের জটিলতা কাটাতে সীমান্তের কাছাকাছি একটি স্টেডিয়াম তৈরি করা যেতে পারে। যেখানে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়েরা নিজেদের দেশ থেকে নির্দিষ্ট গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন। শেহজাদ বলছেন, ‘একটি গেট ভারতের দিক থেকে খুলবে, যার মাধ্যমে ভারতীয় খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করবে। অন্য গেটটি পাকিস্তানের দিক থেকে খুলবে, যার মাধ্যমে পাকিস্তানি খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করবে।’

‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’-যোগ করেন তিনি।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর