Logo
Logo

খেলা

বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

ছবি : সংগৃহীত

বিপিএলের ১১তম সংস্করণের প্রথম সেঞ্চুরির দেখা মিলল আজ। টুর্নামেন্ট শুরুর পঞ্চম দিনে শতকটি হাঁকিয়েছেন চিটাগং কিংসের ব্যাটার উসমান খাজা। পাকিস্তানি এই ব্যাটারের সেঞ্চুরিটি ছিল দেখার মতোই। মাত্র ৪৮ বলে তিন অঙ্কের ম্যাজিক সংখ্যায় পৌঁছে গেছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) টসে হেরে ব্যাটিংয়ে নামে কিংস। ওপেনার পারভেজ হোসেন ইমন ২ বলে শূন্য রানে আউট হলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে দুর্দান্ত জুটি করেন উসমান। দুজনেই খেলেন মারকুটে ভঙ্গিতে। ক্লার্ক উইকেটে থাকতেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন উসমান। ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক। তবে উইলোবাজি করেই যান উসমান।

কিংস অধিনায়ক মোহাম্মদ মিথুনকে নিয়ে আবারও জুটি করেন উসমান। অবশেষে হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরিও। ১৪তম ওভারে তিন অঙ্কের স্পর্শ করেন তিনি। ১১ চারের সঙ্গে ৫ ছক্কার মারে দর্শকদের উচ্ছ্বসিত করেন বিপিএলের প্রথম সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর