ছবি : সংগৃহীত
নানা নাটকীয়তার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জানিয়েছেন, তার এই অধ্যায় শেষ।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ওই পোস্টে তামিম বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে কোনো আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখনই সময়।
২০২৩ সালের বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়া তামিমের জন্য ছিল বড় ধাক্কা। যদিও তা ক্রিকেটীয় কারণে ছিল না। তিনি জানান, নির্বাচক কমিটি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে তাকে ফেরার আহ্বান জানিয়েছিলেন। তবে নিজের মনকে গুরুত্ব দিয়েছেন তামিম।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লেখেন, আমি যেখানেই গিয়েছি, অনেক ভক্ত আমাকে জাতীয় দলে দেখতে চেয়েছেন। আমার ছেলেও চেয়েছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত। ছেলেকে বলেছি, ‘তুমি বড় হলে বাবার সিদ্ধান্তটা বুঝতে পারবে।’
তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্স এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এইচকে/বিএইচ