ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জানিয়েছেন, তার এই অধ্যায় শেষ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তামিম।
এদিকে তামিমের অবসর ঘোষণার কিছুক্ষণ পরই বন্ধুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম। বন্ধু তামিমের সঙ্গে স্মৃতিচারণ ও দেশের ক্রিকেটের প্রতি তামিমের ত্যাগকে তুলে ধরেছেন তিনি।
পোস্টে মুশফিক লেখেন, ‘তোমার অবসরে আমি প্রকাশ করতে চাই, তোমর সব অর্জন নিয়ে আমি কতটা গর্বিত, তামিম। দোস্ত তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।’
২০১৮ সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে ফ্রাকচার নিয়ে খেলতে নেমে কোটি ভক্তের হৃদয় জিতেছিলেন তামিম। ওই ম্যাচে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমানের বলে আঙুলে মারাত্মক চোট পান তিনি। মাঠ থেকে সরাসরি চলে যান হাসপাতালে। দুই ঘণ্টা যাবৎ তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছিলেন তার এশিয়া কাপ শেষ। অর্থাৎ, কয়েক সপ্তাহের ইনজুরিতে ছিটকে গেছেন তামিম।
অথচ সেই তামিম বাংলাদেশের নবম উইকেটের পতনের পর ফের ব্যাট হাতে মাঠে আসেন। এক হাতে ব্যাটিং করেন। শেষ উইকেটে মুশফিকের সঙ্গে জুটি করে ৩২ রান তোলেন। যদিও তামিমের ব্যাট থেকে কোনো রান আসেনি। তিনি শুধু বল সামলে মুশফিককে খেলার সুযোগ করে দিয়েছিলেন। ওই ম্যাচে ১৫০ বলে ১৪৪ রান করেছিলেন মুশফিক। তামিম ছিলেন ৩ বলে ২ রানে অপরাজিত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের সেই অবদানের স্মৃতিচারণ করে মুশফিক লিখেছেন, ‘আমি সবসময় দুবাইয়ে আমাদের পার্টনারশিপের কথা মনে রাখব। বিশেষ করে যখন তুমি একটি ভাঙা আঙুল দিয়ে ব্যাট করেছিলে। এটি দেশের প্রতি তোমার উৎসর্গ এবং খেলার প্রতি আবেগ প্রকাশ করেছিল।’
পোস্টে মুশফিক আরও লেখেন, ‘শুভ অবসর, দোস্ত। মাঠে তোমাকে মিস করবো। ক্রিকেটের মাধ্যমে এমন একজন বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
অবসর ঘোষণার পর তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
পোস্টে তিনি লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছো এবং বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছ। আমার মনে হয় এটাই ছিল শেষবারের মতো আমরা বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করেছি। তোমার সঙ্গে খেলা আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে অনেক স্মৃতি শেয়ার করেছি। আমি তোমার সুখী অবসর কামনা করি এবং তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোমাকে সবসময় মনে পড়বে।’
প্রসঙ্গত, অবসর ঘোষণা করে ফেসবুক পোস্টে তামিম বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে কোনো আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখনই সময়।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লেখেন, ‘আমি যেখানেই গিয়েছি, অনেক ভক্ত আমাকে জাতীয় দলে দেখতে চেয়েছেন। আমার ছেলেও চেয়েছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত। ছেলেকে বলেছি, ‘তুমি বড় হলে বাবার সিদ্ধান্তটা বুঝতে পারবে।’
এসবি