জয় শাহের উত্তরসুরী পেল ভারতীয় ক্রিকেট বোর্ড, কে তিনি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:১৬
ছবি : সংগৃহীত
জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’র খালি হওয়া সচিব পদে আসীন হয়েছেন আসামের সাবেক ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া।
রোববার (১২ জানুয়ারি) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সচিব হয়েছেন সাইকিয়া। গত ৪ জানুয়ারি সচিব পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। সেদিন দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউ মনোনয়ন তোলেননি। আর কেউ মনোনয়ন না তোলায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
একনজরে সাইকিয়া
১৯৯০ থেকে ১৯৯১-এর মধ্যে সাইকিয়া চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। খেলোয়াড়জীবনে উইকেট কিপার ছিলেন দেবজিৎ। তার ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত। তার খেলোয়াড় জীবনে সাইকিয়া ৫৩ রান করেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে ৯টি আউট করেন। ২৮ বছর বয়সে গুয়াহাটি হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০১৬ সালে ক্রিকেট প্রশাসনে আসেন সাইকিয়া। সেই সময়ে আসাম ক্রিকেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। সাইকিয়া সচিব এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া।
গত বছরের ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। তিনি চলে যাওয়ায়, তার ছেড়ে যাওয়া চেয়ারে কে বসবেন, তা নিয়ে জল্পনা ছিল। এদিকে বোর্ডের কোষাধ্যক্ষ পদ ছাড়তে হয়েছিল আশিস সেলারকেও। বোর্ডের দায়িত্ব ছাড়ায় জয় শাহ ও আশিস সেলারের পরিবর্তে কারা বসবেন সচিব ও কোষাধ্যক্ষের চেয়ারে, তা স্থির হয়ে গেল এদিনই।
দেবজিৎ সাইকিয়া ও প্রভতেজ ছাড়া মনোনয়ন জমা দেননি আর কেউ। ফলে ধরেই নেওয়া হয়েছিল এই দুজনই সচিব ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবেন। দেবজিৎ সাইকিয়া বর্তমানে বোর্ডের যুগ্মসচিব। অন্তর্বর্তীকালীন সচিব হিসেবে তিনি কাজ চালাচ্ছেন। একই সঙ্গে আসাম ক্রিকেট সংস্থার প্রতিনিধিও তিনি।
বিএইচ/